চট্টগ্রাম
গবেষণাউদ্ভাবন
মেলা ২০২৫

চট্টগ্রাম
গবেষণা

উদ্ভাবন
মেলা ২০২৫

চট্টগ্রাম গবেষণাউদ্ভাবন মেলা ২০২৫

সমগ্র চট্টগ্রামব্যাপী কোথায় ঠিক কী কী নিয়ে গবেষণা হয়? কী কী গবেষণা চলমান? তা গবেষণাপ্রিয় মানুষদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে। গবেষণাপ্রিয় মানুষদের এই কৌতূহল মেটাতে, গবেষণা কার্যক্রমকে উৎসাহ প্রদান এবং একইসাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে সকলের সামনে উপস্থাপনের লক্ষ্যে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র এবং চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি (সিইউআরএইচএস) এর যৌথ উদ্যোগে আগামী ২৬শে ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশান” চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব ২০২৫ (রিসার্চ ফেস্টিভ্যাল)। গবেষকদের এই মিলনমেলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, গবেষণাকেন্দ্র এবং চট্টগ্রামের সকল বিশ্ববিদ্যালয় একইসাথে স্বনামধন্য সব স্কুলের বিগত দশ বছরের প্রকাশনা/বই/বিভিন্ন প্রজেক্ট উপস্থাপনের এক মহাযজ্ঞ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণকে মুখরিত করবে। বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এই গবেষণা ও উদ্ভাবন উৎসবে প্রত্যেকটি বিভাগ ও ইন্সটিটিউটের জন্য স্টল বরাদ্দ থাকবে যাতে তাদের গত ১০ বছরের প্রকাশনা/বই/বিভিন্ন প্রজেক্ট সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা হবে। একই সাথে বিভাগের পরিচিতিমূলক ডকুমেন্টারি বা লিফলেট উপস্থাপিত হবে।

ক্ষুদে বিজ্ঞানী স্টল

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা তৈরি করলো চমকপ্রদ এক এআই-নির্ভর বট, যা মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারে! অন্যদিকে, ফুলকির শিক্ষার্থীরা তৈরি করেছে এমন একটি রোবটিক হাত, যা প্রতিবন্ধী মানুষদের দৈনন্দিন কাজে সহায়তা করবে। এই অসাধারণ উদ্ভাবনগুলোই প্রমাণ করে, জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে কিশোররা কতটা দৃঢ় প্রত্যয়ী!
এবার ভাবুন, যদি ছোট বয়স থেকেই গবেষণার প্রতি ভালোবাসা তৈরি হয়, তবে ভবিষ্যতে আমরা কেমন বিজ্ঞানী ও উদ্ভাবক পাব? সেই ভাবনা থেকেই ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হাইয়ার স্টাডি সোসাইটি‘ এর সহযোগীতায় জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র আয়োজন করছে জামাল নজরুল ইসলাম-এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন” চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব ২০২৫ , যেখানে গবেষণার প্রথম পাঠ শুরু হবে আমাদের ক্ষুদে গবেষকদের হাত ধরে।
তরুণ গবেষকদের প্রতিভা দেখে আপনি বিস্মিত হবেন! হয়তো আপনি এখানে পাবেন ভবিষ্যতের আরেকজন জগদীশ চন্দ্র বসু, সত্যেন্দ্র নাথ বসু কিংবা আইনস্টাইনের মতো এক প্রতিভাবান বিজ্ঞানী!

সেরা শিক্ষার্থী গবেষক পদক

আচ্ছা, থিসিস, প্রজেক্ট বা রিসার্চ পেপারের গবেষণাকর্ম উপস্থাপন করে “জামাল নজরুল ইসলাম সেরা শিক্ষার্থী গবেষণা পদক” পেলে কেমন হতো? এমন দারুণ সুযোগ লুফে নিতে রেজিষ্ট্রেশন করে ফেলুন এখনই!
আগামী ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ রোজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে “জামাল নজরুল ইসলাম -এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন” চট্টগ্রাম গবেষণা ও উদ্ভাবন উৎসব ২০২৫ (রিসার্চ ফেস্টিভ্যাল)।
উক্ত গবেষণা মেলায় ৪র্থ বর্ষ, মাস্টার্স এবং সদ্য ২০২৪ সালে মাস্টার্স শেষ হওয়া শিক্ষার্থীদের জন্য থাকছে “সেরা শিক্ষার্থী গবেষণা পদক” জিতে নেয়ার সুবর্ণ সুযোগ। শিক্ষার্থীরা তাদের গবেষণাকর্ম থেকে পোস্টার প্রেজেন্টেশন করতে পারবেন। প্রথম পর্ব থেকে নির্বাচিত প্রত্যেক ফ্যাকাল্টি থেকে নির্বাচিত সেরা তিনজন গবেষনা শিক্ষার্থী তাদের পোস্টার উপস্থাপন করবে।

জামাল নজরুল ইসলাম গবেষণাউদ্ভাবনা পদক

অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম স্মরণে প্রথমবারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের জন্য প্রবর্তিত হতে যাচ্ছে “জামাল নজরুল ইসলাম গবেষণা ও উদ্ভাবনা পদক” বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের মূল্যায়ন এবং যথাযথ সম্মান প্রদানের লক্ষ্যে সাতটি বিশেষ শ্রেণিতে মনোনীত করা হবে।
১। সেরা গবেষণা প্রবন্ধ,
২। সেরা নারী গবেষক,
৩। সেরা উদীয়মান গবেষক
৪। সেরা গবেষণা পুস্তক,
৫। সেরা গবেষণা প্রকল্প,
৬। সেরা উদ্ভাবক,
৭। সেরা বিভাগ (গবেষনাকর্মের ভিত্তিতে),
উক্ত গবেষণা পদকের জন্য মনোনীতদের ২০২৩ এবং ২০২৪ সালে মুখ্য গবেষক (প্রথম/করেসপন্ডিং) হিসেবে প্রকাশিত গবেষণার মান, ইমপ্যাক্ট ফ্যাক্টর, ইন্ডেক্সড ও পিয়ার রিভিউড প্রকাশনার সংখ্যা, সাইটেশন, এবং জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারনে সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বহিরাগত রিভিউয়ারদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট , চুয়েট , চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মেডিকেল কলেজের বিশেষজ্ঞ গবেষকদের সম্বন্বয়ে গঠিত প্যানেল উক্ত পদকের জন্য গবেষক মনোনীত করবে। আপনার অংশগ্রহণ উক্ত আয়োজনকে সার্থক ও সাফল্যমণ্ডিত করবে।

ফিরে দেখা গবেষণা ও প্রকাশনা মেলা ২০২৩

চলে আসুন
২৬ তারিখ,
শহীদ মিনার প্রাঙ্গণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে!